৬৫ জন বাংলাদেশিকে রাশিয়ায় উচ্চশিক্ষায় বৃত্তি, ক্লাস শুরু

|

বাংলাদেশি গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিদের সাথে চলতি বছরের কার্যক্রম এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে একটি প্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কথা বলেছেন।

ম্যাক্সিম দোব্রোখোতভ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দৃঢ় সম্পর্কের উপর জোর দিয়ে বলেন, ভবিষ্যতে দু’টি দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। জানান, ২০২০ সালেও রুশ সরকার রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের মাধ্যমে ৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে রাশিয়ায় উচ্চশিক্ষায় বৃত্তি দিতে সক্ষম হয়েছে। যারা ইতিমধ্যে অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে।

তিনি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঘটনা এবং ভবিষ্যতের জন্য যৌথ পরিকল্পনা সম্পর্কেও কথা বলেন। বৈঠকে আরসিএসসির সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply