কারাবাখ অঞ্চলে শিগগিরই ‘যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র’ চালুর তাগাদা দিলেন এরদোগান

|

নাগোরনো-কারাবাখ অঞ্চলে শিগগিরই ‘যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র’ চালুর তাগাদা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলবার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিনি টেলিফোনে কথা বলেন। এসময় জানান- প্রস্তাবিত পর্যবেক্ষণ কেন্দ্রের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। অঞ্চলটিতে স্থিতাবস্থা ফেরাতেই এটি প্রয়োজন।

আজারবাইজানের সেনারা এরইমধ্যে তৃতীয় শহর ‘কাল-বাজার’ বিদ্রোহীদের দখল থেকে নিয়ন্ত্রণে নিয়েছে। অঞ্চলটি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে টানাপোড়েন এবং দীর্ঘদিনের সংঘাত নিরসনে ১০ নভেম্বর হয় ঐতিহাসিক শান্তিচুক্তি।

রাশিয়ার মধ্যস্থতায় তাতে সই করে উভয়পক্ষ আর্মেনিয়া-আজারবাইজান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply