ইথিওপিয়ায় গণহত্যার প্রমাণ, এটি যুদ্ধাপরাধের শামিল: অ্যামনেস্টি

|

ইথিওপিয়ার টাইগ্রেতে চলমান সংঘাতে শুধু মায় কাদ্রা অঞ্চলে হত্যার শিকার হয়েছেন কমপক্ষে ৬শ’ মানুষ। স্থানীয় মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে সেনাবাহিনী এবং পুলিশি অভিযানে গণহত্যার প্রমাণ পেয়েছে দেশটির মানবাধিকার সংগঠন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা তাদের। চার নভেম্বর থেকে শুরু হওয়া সংঘাতকে যুদ্ধাপরাধের শামিল বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, প্রতিদিন কমপক্ষে চার হাজার মানুষ ভিটেমাটি ছেড়ে প্রতিবেশি সুদানে আশ্রয় নিচ্ছে। টেইগ্রের আঞ্চলিক শসস্ত্র গোষ্ঠী টিপিএলএফ’র বিরুদ্ধে প্রতিবেশি ইরিত্রায় হামলা ও সেনাবাহিনীর অস্ত্রাগার দখলকে কেন্দ্র করে শুরু হয় অভিযান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply