এবার বয়স ১০ হলেই পাওয়া যাবে স্মার্টকার্ড

|

বয়স ১০ হলেই স্মার্টকার্ড পাবেন একজন নাগরিক। ২০২৫ সালের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এতে খরচ হবে ১৮শ কোটি টাকা। সকালে, এই প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। আগের দফায় এতে বিদেশি ঋণ মিললেও, এবার নিজস্ব উদ্যোগে স্মার্টকার্ড তৈরি ও বিতরণ করবে সরকার।

সকালে, ভিডিও কনফারেন্সে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ১০ হাজার ৭০২ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয় ৭টি প্রকল্প।

পরিকল্পনা কমিশন জানায়, প্রথম ধাপে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দেয়া হয়েছে সাড়ে ছয় কোটি নাগরিককে। তাই নতুন করে বয়সসীমা বেঁধে আইডিএ প্রকল্পের দ্বিতীয় ধাপ সম্পন্ন হবে। আধুনিক করা হবে এনআইডি সার্ভার ও ডেটা সেন্টারও।

এদিকে, কর্মকর্তাদের বিদেশ যাবার প্রস্তাব রেখেই একনেকে অনুমোদন পেয়েছে ১১৬ কোটি টাকার ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্প। তবে, প্রধানমন্ত্রীর নির্দেশে কিছুটা কাটছাঁট হচ্ছে ঘাস চাষে বিদেশ সফর প্রকল্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply