বাংলাদেশ-ভারত-পাকিস্তানের একক রাষ্ট্র হওয়া জরুরি: ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী

|

একক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা উচিৎ বাংলাদেশ-ভারত-পাকিস্তানের। সোববার, ভারতীয় গণমাধ্যম- এএনআইকে দেয়া সাক্ষাৎকারে এ বিস্ফোরক মন্তব্য করেন মহারাষ্ট্রের মন্ত্রী নওয়াব মালিক।

তিনি জানান, কেন্দ্রের ক্ষমতাসীন দল- বিজেপি তিন দেশকে একীভূত করার উদ্যোগ নিলে তাতে স্পষ্ট সমর্থন থাকবে তাঁর রাজনৈতিক দল- এনসিপি’র। তিনি আরও বলেন, বার্লিন দেয়াল ভেঙ্গে যদি দুই জার্মানিকে এক করা সম্ভব হয়; তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারবে না কেনো? উন্নয়নের স্বার্থেই ভারত-বাংলাদেশ-পাকিস্তানের এক হওয়া জরুরি।

কয়েকদিন আগেই, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপির নেতা দেবেন্দ্র ফড়নাবিজ বলেছিলেন- এমন সময় আসবে যখন পাকিস্তানের করাচি হবে ভারতের অংশ। তার এ মন্তব্য ঘিরে প্রতিবেশী দেশে চলছে তোলপাড়।

নওয়াব মালিক বলেন, দেবেন্দ্র ফড়নাবিজ বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন পাকিস্তানের করাচি ভারতের অংশ হবে। আমরাও বলতে চাই- ভারত, পাকিস্তান, বাংলাদেশের এক হওয়া উচিৎ। যদি, বার্লিন দেয়াল ভেঙ্গে দেয়া সম্ভব হয়, তাহলে ৩ দেশ মিলতে সমস্যা কোথায়? বিজেপি একক দেশ গঠনের উদ্যোগ নিলে, নিঃসন্দেহে স্বাগত জানাবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply