চালু হলো বিজেসি’র করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ

|

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আবারও চালু করা হলো বিজেসি’র করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ। এতে প্রথম দিনেই ১২ জনের নমুনা সমগ্র করা হয়। এই বুথে প্রতিদিন অনন্ত ২০ জনের নমুনা সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।

বুথ নিরাপদ রাখতে নমুনা পরীক্ষার আগাম নিবন্ধন চালু করেছে বিজেসি। নিবন্ধনের পর সেখানে দেয়া নিবন্ধনকারীর মোবাইল নম্বরে ডাক্তারের ফোন যাবে। ওই ফোনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে টেস্টের সময় এবং স্থান। এছাড়া যেকোন সহায়তায়র জন্য বিজেসি করোনা সাপোর্ট গ্রুপ চালু করেছে । জরুরী প্রয়োজনে সেখানেও যোগাযোগ করা যাবে।

স্বাস্থ্য অধিদফতরকে সঙ্গে নিয়ে বিজেসির এই কার্যক্রমে ল্যাব, কীট, টেকনিশিয়ান দিয়ে ব্যবস্থাপনায় সহযোগিতা করছে গাজী গ্রুপ। চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়গুলো দেখবে অলওয়েল ডটকম।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSedhjpBMo85LVF1sbRjzLnD7-TSJRtSwuQKOwIp8rERQfnYLA/viewform?fbclid=IwAR33nggn-NnWix4JOkTF9UURrSs87Wi_IlGmxf129V_s88Pzst15-Dz6q2A

সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply