পাতার বাঁশিতে যে কোন গানের সুর তুলতে পারেন মোকলেসুর (ভিডিও)

|

মাত্র একটি গাছের পাতা দিয়েই যে কোন গানের সুর তোলেন ঝিনাইদহের সদর উপজেলার মোকলেছুর রহমান। পেশায় দিনমজুর মোকলেছুরকে নিয়ে আগ্রহেরও শেষ নেই এলাকাবাসীর। সুরের মুগ্ধতা ছড়িয়ে তার পরিচিতি একপাতার বাঁশিওয়ালা হিসেবে।

সব সখিরে পার করিতে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো সখি তোমার কানের সোনা.. এমন নানা গানের সুর তুলে মুগ্ধতা ছড়ান মোকলেছুর রহমান। যে কোন গাছের একটি পাতা ছিড়েই তা দিয়ে তুলতে পারেন সুর।

ঝিনাইদহ সদরের হঠাৎপাড়ার মোকলেছ পেশায় দিনমজুর। তবে স্থানীয়দের কাছে তার পরিচিতি মকলেছ বাঁশিওয়ালা নামে।

ছোটবেলা থেকে সুরের প্রতি টান ছিল মোকলেছের। ইচ্ছে হলেই আশ-পাশের গাছের পাতা দিয়ে সুর তুলতেন। মকলেস জানালেন, পাতার বাঁশির সাথে তার সখ্য দীর্ঘ ৪০ বছরের।

মোকলেছের সুরের মূর্ছনা দোলা দেয় স্বজন-প্রতিবেশিদেরও। স্ত্রী চায়না খাতুনকে নিয়ে সংসার ৫৩ বছরের মকলেছের। তাদের রয়েছে চার সন্তান।

মোকলেছুরের ভিডিওটি দেখতে ক্লিক করুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply