সরকারিভাবে ধান-চালের দাম নির্ধারণ করে দেয়ায় সুফল পাচ্ছে কৃষক: খাদ্যমন্ত্রী

|

সরকারিভাবে ধান-চালের দাম নির্ধারণ করে দেয়ায় সুফল কৃষক পাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার সকালে নওগাঁর সাপাহারে আমন ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, নতুন আমন ধানে ভালো দাম পেয়ে খুশি কৃষক। এই ধারাবাহিকতা ধরে রাখতে বাজার দর ও মজুত পরিস্থিতির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়েছে। সরকারি মজুতের জন্য চাল আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তার পরিমাণ নির্ভর করছে বাজার দর স্থিতিশীলতার
ওপর।

ধান-চালের বাজারে কাউকে সিন্ডিকেট করতে দেয়া হবে না। বেসরকারিভাবে কেউ আমদানির সুযোগ পাবে না বলেও জানান মন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply