পার্বত্য উন্নয়ন বোর্ড ভবনে সোলার বিদ্যুৎ সরবরাহ প্রকল্প উদ্বোধন

|

রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান ভবনকে সম্পূর্ণরূপে সোলার বিদ্যুতের আওতায় আনার লক্ষে নবায়নযোগ্য শক্তি নির্ভর বিদ্যুৎ সরবরাহ প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভবনের ওপর নির্মিত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সোলার বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. নূরুল আলম নিজামীসহ অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় এই প্রথম কোনো সরকারি প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে সোলার বিদ্যুতের আওতায় আনা হয়েছে। এতে করে বোর্ডের প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। আর এর ফলে ডিজিটাল বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডই একটি ‘স্মার্ট অফিস’ হিসেবে নতুন করে যাত্রা শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply