পুঁজিবাজারে অস্বাভাবিক দরবৃদ্ধি; খতিয়ে দেখতে কমিটি

|

পুঁজিবাজারে পাঁচটি মিউচুয়াল ফান্ডের অস্বাভাবিক দরবৃদ্ধি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি। মঙ্গলবার এমন সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা।

অস্বাভাবিক দরবৃদ্ধিতে অভিযোগের তীর- সিএপিএম আইবিবিএল ইসলামিক, এসইএমএল আইবিবিএল শরিয়াহ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দিকে।

চলতি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রতি আয় আগের বছরের চেয়ে বেড়ে গেছে। আর অস্বাভাবিক দর বৃদ্ধির অভিযোগ যাদের বিরুদ্ধে সেসব ফান্ডের দর এক মাসেরও কম সময়ে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। তাই লেনদেনে শৃঙ্খলা আনতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এসইসি। ৩০ কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply