গোপালগঞ্জে কর্তব্যরত চিকিৎসক সন্ত্রাসী হামলার শিকার

|

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের গোপীনাথপুর ১০ শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. শেখ সাজ্জাদ হোসেন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ওই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকেরা।

এ সময় ওই স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারী ওবায়দুর রহমানও আহত হয়েছেন। আহত চিকিৎসক ও কর্মচারীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়ার সময় স্থানীয় একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ সময় ওই চিকিৎসকের মাথা ফেটে যায়। তাছাড়া তাদের একজন
কর্মচারীও আহত হয়।

বিএমএ, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবীর বলেন, সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফটিক খন্দকারের ছেলে নাজিম খন্দকার নামের এক যুবক ভিড় ঠেলে আগে যেতে চাইলে প্রথমে কর্মচারী ও পরে ওই চিকিৎসক বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক বাড়ি গিয়ে লাঠি-সোটাসহ আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে
এসে হামলা চালায়। এতে চিকিৎসক ও এক কর্মচারী আহত হয়।

তিনি বলেন, তারা আপাতত আইনগত ব্যবস্থা নেবেন, পরে আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নেবেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply