ঢাকার নিম্ন আদালতে অগ্নিকাণ্ড

|

রাজধানীর ঢাকা মহানগর দায়রা জজের আদালতে কার্যক্রম চলাকালেই আগুনে পুড়ে ও নেভানোর সময় পানিতে নষ্ট হয়ে গেছে মামলার হাজার হাজার নথিপত্র। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসি থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকায় মহানগর দায়রা জজ আদালতের ইমরুল কায়েসের এজলাস কক্ষে বিচারকাজ চলাকালেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎই বিচারকের চেয়ারের পেছনে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে ধোঁয়া বের হতে দেখেন কক্ষে থাকা বাদি বিবাদি, অন্যান্য বিচার প্রার্থীরা।

মুহূর্তেই পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

আগুনে এজলাস কক্ষে থাকা অসংখ্য মামলার গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে গেছে। এতে কিছু মামলা চালাতে সমস্যায় পড়তে হতে পারে বলে শঙ্কা আইন সংশ্লিষ্টদের। তবে আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে গেলে আরো সমস্যায় পড়তে হতো বলে জানান তারা।

কক্ষের এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply