আফগানিস্তান ইরাক থেকে আরও সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

|

আফগানিস্তান ও ইরাক থেকে আরও সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ১৫ জানুয়ারির আগেই শেষ হবে সেনা প্রত্যাহার। আফগানিস্তানে অবস্থানরত ৫ হাজার সেনার মধ্য থেকে আড়াই হাজার আর ইরাকে থাকা ৩ হাজারের মধ্যে আড়াই হাজার সেনাকে ফিরিয়ে নেয়া হবে দেশে।

তবে ডোনাল্ড ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে সমালোচনা উঠেছে খোদ রিপাবলিকান শিবিরেই। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেলের দাবি, এ পদক্ষেপ সুযোগ করে দেবে জঙ্গিদের।

তালেবানদের সাথে শান্তিচুক্তির অংশ হিসেবে চলতি বছর শুরুতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। গত সেপ্টেম্বরে ইরাক থেকে এক-তৃতীয়াংশের বেশি সেনা প্রত্যাহারের কথা জানায় পেন্টাগন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply