মুসলমানদের এক থাকা জরুরি: সাকিব

|

মুসলমানদের এক থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভক্তের ফোন ভাঙা ও কালিপূজায় অংশগ্রহণ করা বিষয়ে আজ সোমবার বক্তব্য তুলে ধরে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোডের মাধ্যমে এসব কথা বলেন সাকিব।

পূজা উদ্বোধন নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, একজন সচেতন মুসলমান হিসেবে আমি এরকম কিছু করতে পারি না এবং করবোও না। তবুও সেখান ছবি তোলাটা আমার মনে হয় উচিত হয়নি। ভবিষ্যতে যাতে এরকম কোন ঘটনার পুনরাবৃত্তি না হয় তা খেয়াল করবো।

তিনি বলেন, আমদের আসলে এক থাকা জরুরি। আমরা এমন কোনও কাজ যাতে না করি যাতে কেউ দ্বিধায় পরে যায় আমরা আসলে এক, না আলাদা। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত এক থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা শক্তিশালী। আমি মনে করি আমরা মুসলমান যারা আছি অবশ্যই তারা এক থাকবো সবসময় তারা এক থাকা জরুরি। যখন আমরা আলাদা আলাদা হয়ে যাবো তখন আমরা দুর্বল যখন আমরা এক থাকবো তখনই আমরা শক্তিশালী।

তিনি আরও বলেন, আমি ইসলাম সম্পর্কে আরও জানার চেষ্টা করবো আর কেউ যদি আমাকে এ সম্পর্কে ভালো কিছু জানাতে পারেন তাহলে আমি তা সাদরে গ্রহণ করবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply