আখাউড়ায় মহানগর গোধূলি ট্রেনে ঢিল ছোড়ার অপরাধে আটক ২

|

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনে ঢিল (পাথর) ছোড়ার অপরাধে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আটককৃত দুই যুবক হলেন- আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের সুমন মিয়ার ছেলে আলাউদ্দিন (২৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বকুল মিয়ার ছেলে জাবেদ মিয়া (২১)। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে রোববার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাদের আটক করে রেলওয়ে থানা পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে আন্তঃনগর গোধূলি ট্রেন আখাউড়া স্টেশন যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে উত্তর আউটার সিগন্যাল এলাকা ক্রসিংয়ের সময় ওই দুই যুবক মহানগর গোধূলি ট্রেনকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এ সময় স্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ হাতেনাতে তাদের আটক করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আযম যমুনা টেলিভিশনকে জানান, চলন্ত ট্রেনে ঢিল ছোড়া মারাত্মক অপরাধ। এতে যেমন রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হচ্ছে, তেমনি বিপন্ন হচ্ছে মানুষের জীবন।

জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এরকম কোনো দুষ্কৃতিকারীকে দেখামাত্র যেন তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়। আটক দুই যুবককে রেলওয়ের আইন অনুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply