মালয়েশিয়ায় শুরু হলো অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া

|

মালয়েশিয়ায় আজ থেকে শুরু হচ্ছে অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া। রি-ক্যালিব্রেশন খ্যাত বৈধকরণ প্রক্রিয়া চলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।

কৃষি, বৃক্ষরোপণ, নির্মাণ ও উৎপাদন- এই চার খাতে কর্মী নিয়োগের আবেদন করা যাবে। এ কর্মসূচিতে থাকবে না কোনো এজেন্ট বা ভেন্ডর। শুধু মালিকপক্ষ বা নিয়োগকর্তা অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনের আবেদন করতে পারবে।

এ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ সোর্স কান্ট্রি অন্তর্ভুক্ত ১৫টি দেশের অবৈধ অভিবাসীরা বৈধ হতে পারবেন। বৈধকরণ প্রক্রিয়া ঘোষণার পর দালালচক্রের প্ররোচনায় পড়ে টাকা-পাসপোর্ট লেনদেন না করতে সতর্ক করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply