কারাবাখের দখলকৃত এলাকা ত্যাগের পূর্বে সবকিছু পুড়িয়ে দিচ্ছে আর্মেনিয়রা

|

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তির আওতায় নাগার্নো কারাবাখের কালবাজার এলাকা ত্যাগের পূর্বে নিজেদের ঘর ও ফসলের জমি আগুনে পুড়িয়ে দিচ্ছে আর্মেনিয়রা। খবর তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ’র।

রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে দেখা যায়, আর্মেনিয়রা জায়গাটি ত্যাগের পূর্বে তাদের বসতবাড়ির দরজা, জানালা অন্যান্য আসবাবপত্র পুড়িয়ে ফেলছেন যাতে ২৭ বছর আগে এখান থেকে বাস্তচ্যুত আজরবাইজানি নাগরিকরা এসে কিছু অক্ষত না পায়।

নাগর্নো কারাবাখের এই এলাকাটি ১৯৯৩ সাল থেকে দখল করে রেখেঠিল আর্মেনিয় সেনারা। এরফলে এলাকাটিতে বসবাসকারী প্রায় ৬০ হাজার আজারবাইজানি নাগরিক তখন বাস্তচ্যুত হয়ে আজারবাইজানের অন্যান্য অঞ্চলে চলে গিয়েছিল। তারপর সেখানে আর্মেনিয় নাগরিকদের বসতি স্থাপন করে আর্মেনিয় সেনারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply