ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ পর্তুগালের

|

ফরাসিদের কাছে ধরাশায়ী হয়েছে উয়েফা নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। মূলপর্বে ওঠার আগেই ১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হলো পর্তুগালের। ২০১৯ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতার পর ২০১৯ সালে নেশন্স লিগের আসরের শিরোপাও ঘরে তুলেছিল পর্তুগাল।

এবার শিরোপা তো দূরের কথা, ফ্রান্সের কাছে হেরে গিয়ে মূলপর্বে ওঠার আগেই বাদ পড়ে গেলেন পর্তুগিজরা। শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের পঞ্চম রাউন্ডের ম্যাচে ফরাসিদের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ের ‘ফাইনাল-অব-ফোরে’ জায়গা করে নিয়েছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি করেন এনগোলো কন্তে।

যদিও ঘরের মাঠের ম্যাচটিতে বেশ আধিপত্য ছিল পর্তুগিজদেরই। ম্যাচের শেষ অবধি ফরাসির রক্ষণে বারবার ঢুকে পড়েছিলেন রোনালদো। কিন্তু একবারও জালে বল প্রবেশ করাতে পারেননি। রোনালদোর বেশ কয়েকটি জোরালো শট রুখে দিয়েছেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply