বিএনপি মহাসচিবের কথা সত্য, এটি পরিকল্পিত আগুন: তথ্যমন্ত্রী

|

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

‘বাস পোড়ানোর ঘটনা পূর্বপরিকল্পিত’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ কথাকে সমর্থন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, ‘বিএনপি মহাসচিব এ কথাটি সত্য বলেছেন। তারা পূর্ব পরিকল্পনা করেই আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছেন।’

দুপুরে নিজ বাসভবনে ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজধানীতে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তারই অংশ হিসেবে গতকাল বাসে আগুন দেয়া হয়েছে। এই ঘটনার সাথে বিএনপি জড়িত।

ড. হাছান মাহমুদ জানান, ২০১৩-১৪ সালেও দেশে এমন বাস পোড়ানোর ঘটনা ঘটেছে। আন্দোলনের নামে গণপরিবহনে নিক্ষেপ করা হয়েছে পেট্রোল বোমা। পুড়িয়ে মারা হয়েছে শত শত মানুষকে। গতকালের এ ঘটনার সঙ্গেও যে বিএনপি ও তার দোসররা যুক্ত তা সহজেই অনুমান করা যায়।

এসময়, জনগণকে সাথে নিয়ে এসব নাশকতা মোকাবেলা করা হবে বলে জানান তথ্যমন্ত্রী। যারা আগুন সন্ত্রাসে জড়িত তাদের ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply