‘বঙ্গবন্ধু রেলওয়ে সেতু হবে দেশের সবচেয়ে বড় রেলসেতু’

|

আগামী ২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সড়ক সেতুর পাশেই এই সেতু র্নিমাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সকালে রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এটিই হবে দেশের সবচেয়ে বড় রেলসেতু। ২০২৪ সালের আগস্টে এই সেতুর কাজ শেষ করার আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।

সেতু র্নিমানের মোট ব্যায় ধরা হয়েছে ১৬হাজার ৭শ ৮০ কোটি টাকা। যার মধ্যে প্রকল্পের সিংহভাগ অর্থ ১২হাজার ১শ ৪৯ কোটি টাকা দিচ্ছে জাইকা। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ নভেম্বর থেকে আন্ত:নগর ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে খাবার সরবরাহ শুরু হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply