একযোগে পদত্যাগ করলেন হংকংয়ের গণতন্ত্রপন্থি ১৯ আইনপ্রণেতা

|

একযোগে পদত্যাগ করলেন হংকংয়ের গণতন্ত্রপন্থি ১৯ আইনপ্রণেতার সবাই। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে ৪ এমপিকে চীন সরকার অযোগ্য ঘোষণা করায় এলো সিদ্ধান্তটি।

বুধবার, নতুন একটি আইন পাস করে চীনের ন্যাশনাল পিউপিলস কংগ্রেসের স্টান্ডিং কমিটি। যাতে বলা হয়, চীনের সার্বভৌমত্ব অস্বীকারের মাধ্যমে এমপিরা যদি স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করেন। অথবা, আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপে বিদেশি শক্তিকে আহ্বান জানান -তাহলে তারা অযোগ্য বিবেচিত হবেন।

নতুন আইন অনুসারে, আদালতের অনুমোদন ছাড়াই এমপিদের অযোগ্য ঘোষণার এখতিয়ার পাবে হংকং সরকার। জুন মাসে বিতর্কিত নিরাপত্তা আইন কার্যকরের কারণে ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে চীন সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply