ক্ষমতাগ্রহণের প্রস্তুতি হিসেবে নিজ সরকারের চিফ অব স্টাফ মনোনীত করলেন বাইডেন

|

ক্ষমতাগ্রহণের প্রস্তুতি হিসেবে নিজের সরকারের চিফ অব স্টাফ হিসেবে রন ক্লাইনকে মনোনীত করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলা হচ্ছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় বাইডেনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করবেন তিনি।

ওবামা সরকারের আমলে ২০১৪ সালে ইবোলা মহামারি মোকাবেলার দায়িত্ব পালন করেন ক্লাইন। ১৯৮৯ সালে বাইডেন সিনেটর থাকার সময় থেকে তার সহযোগী হিসেবে ডেমোক্রেটিক পার্টিতে সক্রিয় তিনি। ছিলেন ৩ নভেম্বরের নির্বাচনের আগে বাইডেনের প্রচারণা শিবিরেও।

এদিকে, ইলেক্টোরাল ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর পপুলার ভোটেও ৫০ লাখের বেশি ব্যবধানে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন জো বাইডেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ৩ নভেম্বর কেন্দ্রে জমা পড়া ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া রাজ্যের প্রশাসন। ২০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এ প্রক্রিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply