ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ

|

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

১৪টি ওয়ার্ডে মোট ২শ’১৭টি কেন্দ্রে ইভিএম-এ নেয়া হচ্ছে ভোট। দিনের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে আশাবাদী নির্বাচন কর্মকর্তারা।

এদিকে প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই ভোটগ্রহণ চলছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১শ’৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন; নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

নির্বাচনে লড়ছেন ৬ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপি’র এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপি’র মো. মহিববুল্লা বাহার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply