দেশের সকল বীমা কোম্পানীর মূখ্য নির্বাহীদের সর্তকবার্তা দিলেন ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা’র চেয়ারম্যান

|

নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আপনাদের ধরতে চাই না, চাই নিজেরা সংশোধন হয়ে বীমাখাতকে এগিয়ে নিন। দেশের সকল বীমা কোম্পানীর মূখ্য নির্বাহীদের এমন সর্তকবার্তা দিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন।

বুধবার বিকেলে সাধারণ ও জীবন বীমা কোম্পানীগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন ইন্স্যুরেন্সের ফোরামের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বীমা দাবি পরিশোধ না করাসহ ইমেজ সংকটের কারণে বীমাখাত এগুতে পারছে না বলেও জানান আইডিআরএ চেয়ারম্যান। তিনি বলেন,অনিয়ম-দুর্নীতি দূর করে নিয়ন্ত্রক সংস্থাসহ সকল কোম্পানীতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এখনও দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বীমার আওতায় আনা সম্ভব হয়নি।

এসময় ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলীর সভাপত্বিতে বীমাখাতের উন্নয়ন বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply