শান্তিচুক্তি সই করলো আজারবাইজান-আর্মেনিয়া

|

রাশিয়ার মধ্যস্থতায় শান্তিচুক্তি সই করলো আজারবাইজান-আর্মেনিয়া। এরমাধ্যমে দীর্ঘদিন চলা সংঘাতের অবসান হবে- আশাবাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি জানান আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। পরবর্তীতে আজেরীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও ক্রেমলিনের তরফ থেকে নিশ্চিত করা হয়।

অঞ্চলটি ঘিরে প্রতিবেশী দু’দেশের সংঘাতের ইতিহাস বহু বছরের। গেলো সেপ্টেম্বর থেকে আবারও বেড়েছে উত্তেজনা। পর্যবেক্ষকদের শঙ্কা, প্রাণ হারিয়েছেন প্রায় ৫ হাজার মানুষ। এরইমধ্যে আর্মেনিয়ার নিয়ন্ত্রণ থেকে বেশকিছু এলাকা পুনর্দখলের দাবি করেছে আজারবাইজানের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply