ফিটনেস টেস্টে ফেল করলেন নাসির

|

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে প্লেয়ার ড্রাফট শুরু হবে ১২ নভেম্বর। এই নিলামে যে সব খেলোয়াড় সুযোগ পাবেন তাদের অবশ্যই বিসিবির ফিটনেস টেস্টে পাস করে আসতে হবে।

এই বিপ টেস্টে পাস করতে হলে খেলোয়াড়দের অবশ্যই পেতে হবে ১১ নম্বর। সোমবার থেকে বিসিবিতে শুরু হয়েছে বিপ টেস্ট। কিন্তু এই বিপ টেস্টে রেকর্ড সর্বনিম্ন ৮.৫ নম্বর পেয়ে ফেল করেছেন এক সময়ের মাঠ মাতানো ক্রিকেটার নাসির।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের জানান, অনেক সিনিয়র ক্রিকেটার বিপ টেস্টে পাস করে গেছেন তবে নাসিরের ফেল করার ব্যাপারটা আসলেই হতাশাজনক। তিনি এটিও নিশ্চিত করেছেন, যে সব খেলোয়াড় বিপ টেস্টে ফেল করবেন, তারা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে খেলতে পারবেন না।

আগামী ২০ নভেম্বর পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply