করোনা প্রতিরোধে ‘৯০ শতাংশ কার্যকর’ টিকা উদ্ভাবনের দাবি ফাইজারের

|

করোনাভাইরাস প্রতিরোধে বড় ধরনের সাফল্যের খবর দিয়েছে টিকা উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেক। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে তৈরি টিকা ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম বলে জানিয়েছে তারা। খবর বিবিসি’র।

বিবিসি জানায়, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও তুরস্কে প্রায় ৪৩ হাজার ৫০০ মানুষের ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছে। টিকা নেয়ার পর স্বেচ্ছাসেবকদের কারো শরীরে কোন ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। তিন সপ্তাহের ব্যবধানে টিকাটির দুটি ডোজ দিতে হয়েছে।

ফাইজার জানায়, চলতি মাসের শেষের দিকে এই টিকার জরুরি অনুমোদন পাওয়ার জন্য কেন্দ্রীয় ওষুধ প্রশাসনের নিকট আবেদন করা হবে।

এর আগে ফাইজার জানিয়েছিল, এ বছরের মধ্যেই তাদের উৎপাদিত তাদের টিকার প্রাথমিক কার্যকারীতা সম্পর্কে জানা যাবে। শেষ পর্যন্ত নভেম্বর মাসেই টিকার কার্যকারিতার ফলাফল জানাতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি।

ফাইজার জানায়, অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রে ৪ কোটি ডোজ টিকা সরবরাহ করার সক্ষমতা রয়েছে তাদের। ২০২১ সালের মধ্যে তারা ১৩০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের এখন ১৫০টির বেশি টিকা উন্নয়নের পর্যায়ে রয়েছে। এর মধ্যে ৪৪টির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ১১টি পরীক্ষার চূড়ান্ত ধাপে রয়েছে।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা বলেছেন, ‘বৈশ্বিক স্বাস্থ্যসংকট শেষ করতে বিশ্বজুড়ে মানুষকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমরা বেশ এগিয়ে গেছি।’

আর বায়োএনটেকের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক উর সাহিন এই অর্জনকে ‘মাইলফলক’ বলে অভিহিত করেছেন।

তবে বিবিসি জানায়, ফাইজারের এই ফলাফল চূড়ান্ত কোনো বিশ্লেষণ নয়। করোনা আক্রান্ত প্রথম ৯৪ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষার ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে। সম্পূর্ণ ফলাফল বিশ্লেষণের পর এতে কিছুটা পরিবর্তন আসতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply