অর্থ আত্মসাৎ মামলায় যমুনা ব্যাংক রাজশাহী শাখা ব্যবস্থাপকের ৫ বছরের কারাদণ্ড

|

রাজশাহীতে যমুনা ব্যাংকের ১ কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক শাখা ব্যবস্থাপক আবরার হোসেন খান ও স্থানীয় ব্যবসায়ী খন্দকার মাইনুল ইসলামকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুদকের দায়ের করা এই মামলার রায়ে বিভাগীয় স্পেশাল জজ আদালত আসামিদের প্রত্যেককে ৭০ লাখ টাকা করে অর্থদণ্ডেরও আদেশ দেন।

২০১৩ সালে সই জাল ও প্রতারণা করে অর্থ আত্মসাতের দায়ে মামলাটি করে দুদক। এর আগে এই অভিযোগে শাখা ব্যবস্থাপক আবরারকে চাকরিচ্যুত করে যমুনা ব্যাংক। ২০১৭ সালে দুদক সাবেক ওই ব্যাংকার ও ব্যবসায়ী মাইনুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন আদালতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply