একদিন পর ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক

|

একদিন পর ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনার কারণে ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করার পর রবিবার সকাল ১১টার দিকে রেল চলাচল শুরু হয়।

রেলওয়ে জানিয়েছে, গতকাল দুর্ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন তারা। সকালে দুটি ওয়াগন ও একটি অতিরিক্ত ইঞ্জিন সরানো হয়। তবে বাকি তিনটি ওয়াগন রেললাইনের পাশে পড়ে যাওয়ায় আপাতত তা উদ্ধার করা যাচ্ছে না। সেইসাথে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত হয়েছে।

এরপরই সকাল ১১ টা থেকে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু হয়। শনিবার মৌলভীবাজারের সাতগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তেলবাহী ওয়াগনটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply