যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত হানলো হারিকেন হার্ভে

|

‘ক্যাটাগরি- ফোর’ ঝড় হিসেবে যুক্তরাষ্ট্রের টেক্সাস ভূখণ্ডে আঘাত হানলো হারিকেন ‘সার্ভে’। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা নাগাদ আঘাত হানে ঝড়টি।

জাতীয় আবহাওয়া দফতর জানায়, ঘণ্টায় ১৩০ মাইল বেগে উপকূলীয় শহর করপাস ক্রিস্টিতে আছড়ে পড়ে ঝড়টি। এর প্রভাবে সমুদ্রের ৯ থেকে ১৩ ফুট উচু জলোচ্ছ্বাস হয়। উপকূলীয় এলাকায় হচ্ছে প্রচণ্ড ঝড়-বৃষ্টি। আগামী এক সপ্তাহ ৪০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ডের পূর্বাভাস দেয়া হয়েছে। হারিকেন হার্ভের আঘাতে প্রাণহানির পাশাপাশি প্রবল বন্যা ও ভূমিধসের আশঙ্কাও করছেন আবহাওয়াবিদরা। এরইমধ্যে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি কর্ম-প্রতিষ্ঠানগুলো। অর্নিদ্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সবধরণের বিমান ফ্লাইট। শেষবার ১৯৬১ সালে টেক্সাসে আঘাত হেনেছিলো এমন প্রলয়ংকারী ঝড়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply