বান্দরবানে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই

|

বান্দরবানে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি:

ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম বড় মদক বাজারের ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই বাজারে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে বড় মদকবাজারের ছোট-বড় ২০ দোকান। এ সময় আশপাশের আরও ২২টি দোকান ও বাড়িঘর আগুন নেভাতে গিয়ে গ্রামবাসীরা ভেঙে ফেলেছেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এলাকাবাসী।

রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুই সুই থুই মারমা জানান, এলাকাটি অত্যন্ত দুর্গম এবং যাতায়াতের একমাত্র ব্যবস্থা সাঙ্গু নদী পথে ইঞ্জিন চালিত নৌকা। থানচি উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই বড় মদক বাজারটি।

তিনি আরও জানান, দোকানের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে বড় মদক বাজারের দোকানসহ আশপাশের ৪৫টির মতো দোকান-ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply