নারী পুলিশ অফিসারকে হেনস্তার দায়ে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে নতুন মামলা

|

দায়িত্বরত এক নারী পুলিশ অফিসারকে হেনস্তার দায়ে নতুন মামলা হয়েছে ভারতের রিপাবলিকান চ্যানেলের কর্নধার অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। এছাড়া পুলিশকর্মীদের কাজে বাঁধা দেয়ার অভিযোগও ওঠে অর্ণব ও তার স্ত্রীর বিরুদ্ধে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার মুম্বাইয়ের বাড়িতে গেলে পুলিশ সদস্যদের তিন ঘণ্টা পর্যন্ত বাড়িতে ঢুকতে দেননি অর্ণবের পরিবার। এসময় পুলিশ সদস্যদের সাথে বাক বিতন্ডায় জড়ান তারা। ২০১৮ সালের এক মামলার জেরে গতকাল গ্রেফতার হন অর্ণব গোস্বামী। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

দুই বছর আগে ৫৩ বছর বয়সী এক স্থপতি ও তার মা আত্মহত্যার আগে লেখা নোটে অর্নবসহ তিনজনের নাম লেখেন, যাদের কাছে প্রায় সাড়ে ৫ কোটি রুপি পাওনা ছিল বলে জানান। চলতি বছর মে মাসে আবারও মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন মহারাষ্ট্র সরকার। বেশ কিছুদিন ধরেই টিআরপি জালিয়াতির জেরে মুম্বাই পুলিশের সাথে দ্বন্দ্ব চলছে অর্নব গোস্বামীর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply