মার্কিন নির্বাচন: বেশ কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা এবং প্রাথমিক ফলপ্রকাশও

|

যুক্তরাষ্ট্রের পূর্ব-উপকূলীয় বেশ কয়েকটি রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে গণনা এবং প্রাথমিক ফলপ্রকাশও।

রিপাবলিকান ঘাটি হিসেবে পরিচিত ইন্ডিয়ানায় প্রত্যাশিত জয় পেয়েছেন ট্রাম্প। এ রাজ্যে ১১টি ইলেক্টোরাল ভোট রয়েছে। অন্যতম ফল নির্ধারণী রাজ্য ফ্লোরিডায় শুরু হয়েছে গণনা। অবশ্য, অনেক রাজ্যেই এখনো চলছে ভোটগ্রহণ। ক্যালিফোর্নিয়াসহ পশ্চিম উপকূলে ভোট শেষ হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। ভোটগ্রহণের শুরু থেকেই ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও সময়ের সাথে সেটি কমে এসেছে।

এ নির্বাচনে আগাম ভোট দিয়েছেন রেকর্ড ১০ কোটির বেশি মার্কিনী। প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনও আগেভাগেই ভোট দিয়ে ফেলেছিলেন। সবশেষ জরিপে, ৯ শতাংশ এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন।

তবে ফলাফল নির্ধারণী সুইং স্টেটগুলোতে দুই প্রার্থীর ব্যবধান খুব কম। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে অবশ্য পপুলার ভোট নয়; জয়-পরাজয় নির্ধারিত হবে ৫৩৮ ইলেক্টোরাল ভোটে। হোয়াইট হাউজের বাসিন্দা হতে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply