ইথিওপিয়ার বিদ্রোহীদের হামলায় ৫৪ জনের প্রাণহানি

|

ছবি: আল জাজিরা।

ইথিওপিয়ার পশ্চিমে ওরোমিয়া অঞ্চলে বিদ্রোহীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৫৪ জনের। হামলায় চালিয়েছে ওরোমো’র স্বাধীনতাকামী গোষ্ঠী OLA।

সোমবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। হামলায় অংশ নিয়েছিল ৬০ জন সশস্ত্র ও নিরস্ত্র হামলাকারী। ইথিওপিয়ার দ্বিতীয় বৃহৎ নৃগোষ্ঠী- আমহারির সদস্যরা ছিল হামলার লক্ষ্য। নিহতদের বেশিরভাগই নারী, শিশু ও বৃদ্ধ।

জানা গেছে, বাড়িঘর ও স্কুল থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে হত্যা করা হয় তাদের। এসময় একটি স্কুল এবং প্রায় ১২০টি ঘর পুড়িয়ে দেয় হামলাকারীরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর অবস্থান থাকলেও হামলার সময় সেখান থেকে চলে যান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply