দুই নবজাতকের মরদেহ নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে বাবা

|

দুই হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মারা যাওয়া দুই নবজাতকের মরদেহ নিয়ে ন্যায়বিচার চাইতে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন এক বাবা।

সোমবার দুপুরের দিকে হাইকোর্ট প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালকুদার মৌখিকভাবে নির্দেশ দেয়ার পরও বিএসএমএমইউ এবং শিশু হাসপাতালে ভর্তি নেয়া নেয়নি ওই দুই নবজাতককে।

এরপরই মারা যায় যমজ দুই শিশু। পরে শিশু দুটির মরদেহ নিয়ে হাসপাতালে আসেন বাবা। হাসপাতাল দু’টিকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেন আদালত।

ভুক্তভোগী সুপ্রিম কোর্টের কর্মচারী আবুল কালাম জানান, তার স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া অসুস্থ যমজ সন্তান দু’টিকে নিয়ে দুই হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাওয়া যায়নি। দুপুরে মারা যায় তারা। পরে দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে অবস্থান করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply