ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের বই ‘প্রবাহ’র পাঠোন্মোচন

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রকাশিত ‘প্রবাহ’ নামের বইয়ের পাঠোন্মোচন করা হয়েছে। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে বইটির পাঠোন্মোচন করা হয়।

বইটিতে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর বিষয়ে নানা লেখা রয়েছে। প্রেসক্লাবের সাবেক সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম বইটি সম্পাদনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির।

আরও ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জাতীয় প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ শানু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পাঠাগারের জন্য এক লাখ টাকা দেন সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply