করোনার কারণে অর্থনীতিকে কমে গেছে কর্মীর সংখ্যা: সিপিডি

|

করোনার কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছে যুবকদের বড় অংশ। কাঙ্খিত হারে কাজে যোগ দেয়নি মেয়েরাও, বরং পারিবারিক চাপে বিয়ে করতে হয়েছে অনেককে। এর ফলে অর্থনীতিতে কমে গেছে কর্মীর সংখ্যা। এমন তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ- সিপিডি।

রোববার সকালে করোনা পরবর্তী অর্থনীতি নিয়ে অনলাইনে সেমিনারের আয়োজন করে সংস্থাটি। মূল প্রবন্ধে বলা হয়, শহরের চেয়ে গ্রামের যুবকদের ঝরে পড়ার হার বেশি। তাদের পড়াশোনায় ফিরিয়ে আনতে জরুরি প্রণোদনা দরকার। কিন্তু সে জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ পর্যাপ্ত না। ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা না থাকায় অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি অনেকে। ব

ক্তারা বলেন, এভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদে ধাক্কা খাবে অর্থনীতি। ভবিষ্যত উপার্জন নিয়ে বিপাকে পড়তে হবে অনেক পরিবারকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply