রাজবাড়ীতে পদ্মায় ইলিশ ধরার দায়ে ১২ জেলের কারাদণ্ড

|

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ নভেম্বর) সকালে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ এর কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার ৭ জেলেকে ৫ দিনের, ৩ জেলেকে ৭ দিনের এবং ২ জেলেকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় ৩৮ কেজি ইলিশ মাছ ও ৩ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ৩০ হাজার টাকা নিলাম মূল্যে বিক্রি করা হয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার সময় পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১২ জেলেকে আটক করা হয়। আটককৃতদের রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) গোয়ালন্দ মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ থাকবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply