মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোয় একই দিনে নির্বাচনি প্রচারে ট্রাম্প ও বাইডেন

|

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোয় জমজমাট প্রচারণা চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুক্রবার, করোনাভাইরাস-বর্ণবাদ নির্মূল আর কর্মসংস্থান সৃষ্টি ইস্যুতে ছিলো প্রতিশ্রুতির ফুলঝুড়ি।

গেলো নির্বাচনে, মিনেসোটায় পরাজয়ের কারণেই এবার সে রাজ্যের দিকে গুরুত্বারোপ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দাবি করেন, মিনেপোলিসে কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের পর ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার সরকার।

১৯৭২ সালের পর, রাজ্যটি কোন রিপাবলিকান প্রার্থীকে নির্বাচিত করেনি। মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ায়ও সমাবেশ করেন ট্রাম্প। এছাড়া আগামী ৩ দিনে ১৩টি র‍্যালি করার পরিকল্পনা তার।

অন্যদিকে বাইডেনের অভিযোগ, মার্কিনীরা নন বরং কোভিড নাইনটিনের সামনে পরাজয় বরণ করেছেন প্রেসিডেন্ট। শুক্রবার আইওয়া, মিনেসোটা ও উইসকনসিনে প্রচারণা চালান জো বাইডেন।

এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, পেনসিলভানিয়ায় ডাকযোগে ভোট দেয়ার জন্য পাঠানো ৪০ হাজার ব্যালটের অর্ধেকই লাপাত্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply