রিপাবলিকান পার্টি থেকে ২৩ লাখ ডলার হাতিয়ে নিলো হ্যাকাররা

|

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে রিপাবলিকান পার্টির অ্যাকাউন্ট থেকে ২৩ লাখ ডলার চুরি করলো হ্যাকাররা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন দলীয় চেয়ারম্যান অ্যান্ড্রু হিট।

তার দাবি, ট্রাম্পের প্রচারণা কাজে বিঘ্ন ঘটাতেই এ অপ-তৎপরতা। চুরি যাওয়া অর্থ শেষ মুহূর্তের প্রচারণায় ব্যয় করার কথা।

হিট বলেন, গেলো ২২ অক্টোবর অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক লেনদেন লক্ষ্য করেন তারা। সে সময়ই জানানো হয় এফবিআইকে। পরে বের হয়ে আসে টাকা চুরি যাওয়ার তথ্য।

উইসকনসিনের ১০টি ইলেক্টোরাল ভোট জয়ের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply