রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর (সা.) শোভাযাত্রা ও সমাবেশ

|

ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা

রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা ও সমাবেশে অংশ নেন হাজার হাজার মুসল্লি। এ সময় ফ্রান্সে ইসলাম ধর্মের মহানবীর অবমাননার তীব্র নিন্দা জানান তারা। সেই সঙ্গে দেন শান্তি ও সৌহার্দ্যের বার্তা।

মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর অবমাননার প্রতিবাদে রাজধানীসহ দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুসাল্লিরা। বায়তুল মোকাররমে জুমার পর সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে হেফাজত ইসলাম। নেতারা বলেন, মহানবী (সা:) কে অবমাননা সহ্য করা হবে না।

এ ঘটনার জন্য ফ্রান্সকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। অন্যদিকে মুগদা থানা ইমাম ওলামা পরিষদ মুগদা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কমলাপুর হয়ে মুগদা হাসাপাতালের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা সরকারকে ফ্রান্সের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। একইসাথে ফ্রান্সের সব পণ্য বয়কটের আহ্বান জানান তারা।

এছাড়াও জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন সাধারণ মুসাল্লিরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply