মার্কিন বিরোধিতায় উব্লিউটিও’র প্রধান হিসেবে নিয়োগ আটকালো প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ইওয়েলার

|

যুক্তরাষ্ট্রের বিরোধিতায় বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান হিসেবে নিয়োগ আটকে গেলো প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ ওকোঞ্জো ইওয়েলার।

বুধবার, ১৬৪ সদস্য দেশের সামনে সংস্থাটির পরবর্তী প্রধান হিসেবে নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী ইওয়েলার নাম প্রস্তাব করে মনোনয়ন কমিটি। এতে আপত্তি জানিয়ে দক্ষিণ কোরিয়ার বর্তমান অর্থমন্ত্রী আরেক নারী ইয়ো মিউং হি’র নাম প্রস্তাব করে যুক্তরাষ্ট্র।

বিশ্ববাণিজ্য পরিচালনা ইস্যুতে সংস্থাটির’র সমালোচক ট্রাম্প প্রশাসনের দাবি, সংস্থাটিতে কাঠামোগত সংস্কার আনতে সক্ষম হি। চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে এরই মধ্যে ডব্লিউটিও’র বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় পরবর্তী প্রধান নির্ধারণে ৯ নভেম্বর বৈঠক ডেকেছে সংস্থাটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply