চকবাজার থানায় ইরফান ও তার সহযোগীর বিরুদ্ধে র‍্যাবের চারটি মামলা

|

চকবাজার থানায় ইরফান ও তার সহযোগীর বিরুদ্ধে র‍্যাবের চারটি মামলা

অন্ত্র, মাদক ও ওয়াকিটকিসহ গ্রেফতার হওয়া ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে র‍্যাব। অস্ত্র ও মাদক আইনে মামলাগুলো দায়ের করা হয়েছে।

গতকাল রাতে রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার জানান মো. ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদকে গ্রেফতারের পর অস্ত্র ও মাদক আইনে দুজনের নামে পৃথক দুটিসহ মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষীয় জাহিদ কারাগারে থাকায় র‍্যাবের ৪ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে ধানমন্ডি থানায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে মো. ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা করেন মারধরের শিকার হওয়া নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply