সম্পূর্ণ ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়

|

সম্পূর্ণ ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়

ভারতীয় বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের আরও অবনতি ঘটেছে। সোমবার রাতে সম্পূর্ণ ভেন্টিলেশনে নেওয়া হয় তাকে। বেশি মাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে। কিন্তু সাড়া দিচ্ছেন না প্রবীণ অভিনেতা। খবর-সংবাদ প্রতিদিন।

সৌমিত্রের কিডনি অচল হয়ে গেছে। ঠিকমতো কাজ করছে না। সোমবার দুপুরের পর মূত্র স্বাভাবিক হয়নি। ক্রিয়েটিনিন বেড়ে চলেছে। সন্ধ্যার পর তার স্বাস্থ্যের আরও অবনতি হয়। একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার।

এদিন দুপুর ৩টা নাগাদ সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসায় ‘এয়ার ওয়ে প্রোটেকশন’ দিতে ‘আংশিক’ ভেন্টিলেশন সাপোর্ট চালু করা হয়। গত ৭২ ঘণ্টায় কোনোরকম উন্নতি হয়নি। মস্তিষ্কের সাড়া মিলছে না। স্নায়ু ক্রমশ অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী, মস্তিষ্কের স্নায়ুর সাড়া দেওয়ার সূচক ৮-র কাছাকাছি।

হাসপাতাল সূত্রের খবর, সেকেন্ডারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন সৌমিত্র। গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply