অস্ত্রবিরতি লঙ্ঘন করে ইদলিবে রাশিয়ার বিমান হামলা, নিহত কমপক্ষে ৭৮

|

রাশিয়ার বিমান অভিযানে সিরিয়ার ইদলিবে প্রাণ হারালো কমপক্ষে ৭৮ বিদ্রোহী। সোমবার এ তথ্য প্রকাশ করে পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

বিবৃতিতে জানানো হয়, তুরস্ক ভিত্তিক সশস্ত্র সংগঠন ‘ফায়লাক আল শামস’ ছিলো হামলার মূল লক্ষ্য। বিমান থেকে চালানো হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থাই সংকটাপন্ন। তাই প্রাণহানি বাড়তে পারে এমন শঙ্কা পর্যবেক্ষক ও স্থানীয় চিকিৎসকদের। ত

বে, বিমান হামলার মাধ্যমে ইদলিবে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলো এ অভিযোগ মানবাধিকারকর্মীদের। গেলো মার্চেই, মানবিকতার খাতিরে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ার সবশেষ বিদ্রোহী অধ্যুষিত এলাকায় কার্যকর হয় অস্ত্রবিরতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply