মেঘনায় জেলেদের হামলায় ১০ নৌ-পুলিশ আহত

|

মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় নৌ পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, রোববার সকালে নৌ-পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোটে একটি দল মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে যায়। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীরচর এলাকায় মেঘনা নদীতে তাদের ওপর হামলা চালায় মৎস্যজীবীরা। জেলেদের ছোঁড়া ইট-পাটকেলে পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম ছাড়াও ৯ কনস্টেবল আহত হন। তারা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। হামলা থেকে রক্ষা পেতে নৌ পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুঁড়ে।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় পদ্মা-মেঘনা নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply