মিয়ানমারের রাখাইনে সহিংসতায় নিহত ৭১

|

মিয়ানমারের রাখাইন রাজ্যে শুক্রবার রাতে ২৪টি টহল চৌকিতে বন্দুকধারীদের একযোগে হামলার ঘটনায় ৭১ জন নিহত হয়েছে। এর মধ্যে পুলিশ ও সেনা সদস্য রয়েছে ১২ জন। নিহত বাকি ৫৯ জন হামলাকারী। হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে মিয়ানমার সরকার।

প্রাথমিকভাবে প্রকাশিত সংবাদ বিবৃতিতে জানানো হয়, দেড় শতাধিক সশস্ত্র রোহিঙ্গা এই হামলার সাথে জড়িত। হামলাকারীরা রাখাইনে নতুনভাবে স্থাপিত একটি সেনাঘাঁটি ধ্বংসের জন্য শক্তিশালী বোমা ব্যবহার করেছে বলেও জানানো হয় বিবৃতিতে।

এর আগে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি- এআরএসএ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশন রোহিঙ্গাদের ওপর নিপীড়নের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের একদিন পরই চালানো হলো এই হামলা।

আনান কমিশনের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়, রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ না করলে পুরো রাখাইন অঞ্চলে ছড়িয়ে পড়বে উগ্রপন্থা। গত বছরও, রাখাইনে সেনা নিপীড়ন ও সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে বিপুল সংখ্যক রোহিঙ্গা।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply