ব্যারিস্টার রফিক-উল হকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

|

ব্যারিস্টার রফিক-উল হক।

খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে এ নামাজের জানা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন আইনজীবী, স্বজন-সহ সর্বস্তরের মানুষ। এরপর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে হবে তৃতীয় জানাজা। বনানী কবরস্থানে দাফন করা হবে ব্যারিস্টার রফিক-উল হককে।

সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ব্যারিস্টার রফিকের প্রথম জানাজা হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই আইনজীবী।

গত ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ১৯৬০ সালে কলকাতায় আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ব্যারিস্টার রফিকুল-উল হক। ১৯৯০ সালে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।

সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিক। সেসময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক জ্যেষ্ঠ রাজনীতিবিদদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াই করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply