দু’টো সমান্তরাল সরকারের নিয়ন্ত্রণে চলছে পাকিস্তান: নওয়াজ শরীফ

|

পাকিস্তানে দুটি সমান্তরাল সরকারের অধীনে চলছে বলে মন্তব্য করেছেন লন্ডন প্রবাসী দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি বলেন, সাম্প্রতিক ইতিহাসে অস্থিরতম সময় পার করছে দেশটি।

পাকিস্তানে ১১ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলন, জামাতাকে গ্রেফতারসহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নওয়াজ শরিফ বলেন, “পাকিস্তানে রাষ্ট্রের ওপরেও আরেকটি রাষ্ট্র বা ক্ষমতা বর্তমান। এতে পুরো শাসনব্যবস্থা যেমন বিভ্রান্ত; জাতির স্বার্থও উপেক্ষিত। দেশে আইনের শাসনহীনতা প্রমাণে করাচির বর্তমান পরিস্থিতিই যথেষ্ট। এসব ঘটনা কোনো সভ্য সমাজে ঘটে না। গণতন্ত্র আর গণতান্ত্রিক ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার। দেশের ভবিষ্যৎ কী, তা সৃষ্টিকর্তাই জানেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply