স্বেচ্ছাসেবক লীগের পানি সম্পদ বিষয়ক সম্পাদক হলেন রাহুল বড়ুয়া

|

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পানি সম্পদ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও যুব সংগঠক রাহুল বড়ুয়া।

সংগঠনের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনের পর
গত সোমবার (১৯ অক্টোবর) স্বেচ্ছাসেবক লীগের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

এর আগে, রাহুল বড়ুয়া স্বেচ্ছাসেবক লীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন।

রাহুল বড়ুয়া বর্তমানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্যের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের যুব বিষয়ক সম্পাদক, বাংলাদেশ বুদ্ধিস্ট ইয়ুথ ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

রাহুল বড়ুয়া কক্সবাজার জেলার চকরিয়ার সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ হতে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশের বৃহত্তম আঞ্চলিক ও সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি ঢাকার দীর্ঘ দিনের সংগঠক। তিনি একাধারে চট্টগ্রাম সমিতির প্রচার প্রকাশনা সম্পাদক, সাহিত্য ও সেমিনার সম্পাদক এবং মানব সম্পদ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply